বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ১৯ ডিসেম্বর সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে যত উন্নত অস্ত্রই বিক্রি করুক না কেন, তা চীনের পুনরেকীকরণ প্রক্রিয়াকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না।
সম্প্রতি তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় মুখপাত্র বলেন, এই পদক্ষেপ চীনের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ এবং দেশটির সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এটি তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী’ গোষ্ঠীকে ভুল সংকেত পাঠিয়েছে। চীন এই ঘটনার তীব্র নিন্দা ও বিরোধিতা জানিয়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
মুখপাত্র জোর দিয়ে বলেন, চীনের মৌলিক স্বার্থে আঘাত করা যাবে না এবং তাইওয়ান সমস্যায় কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তাইওয়ানকে সশস্ত্র করার যেকোনো পদক্ষেপের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।
তিনি স্পষ্ট ভাষায় জানান, তাইওয়ানকে যে পরিমাণ সমরাস্ত্রই দেওয়া হোক না কেন, চীনের চূড়ান্ত একীকরণের ঐতিহাসিক ধারা রুখে দেওয়া সম্ভব নয়। দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় চীন প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
সূত্র : চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.