সম্প্রতি চীনের তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ৩৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ১৭ নভেম্বর,সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চীন তার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে।
গণমাধ্যমকে দেওয়া এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং বলেন, এই অস্ত্র বিক্রি এক চীন নীতি এবং চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহারের গুরুতর লঙ্ঘন। এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে ক্ষুণ্ণ করে এবং 'তাইওয়ান স্বাধীনতা' বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে গুরুতর ভুল বার্তা দেয়।
চাং বলেন, আমরা তীব্র অসন্তোষ প্রকাশ করছি এবং দৃঢ়ভাবে বিরোধিতা করছি এবং আমরা মার্কিন পক্ষের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছি।
তথ্য ও ছবি: সিনহুয়া।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.