চীন সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল, ৮ ডিসেম্বর সোমবার, বেইজিংয়ে, চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে হান চেং বলেন, জার্মানিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর, দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ ঘনিষ্ঠতর হয়েছে। চীন ও জার্মানি পরস্পরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার; দু’দেশের সহযোগিতা পারস্পরিকভাবে লাভজনক।
তিনি বলেন, চীন জার্মানির সাথে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে, যোগাযোগ জোরদার করতে, এবং দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিতে ইচ্ছুক।
হান চেং আরও বলেন, তাইওয়ান ইস্যু চীনের কেন্দ্রীয় স্বার্থের সাথে সম্পর্কিত। আশা করা যায়, জার্মানি ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে। জার্মানি হলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র মূল বড় দেশ। দেশটি চীন-ইইউ সম্পর্কের সুস্থ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বেইজিং আশা করে।
এ সময় ওয়াদেফুল বলেন, নতুন জার্মান সরকার চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং ‘এক-চীননীতি’ অনুসরণ করে। তার দেশ চীনের সাথে উচ্চ পর্যায়ের যোগাযোগ জোরদার এবং সর্বাত্মক সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক।
তথ্য ও ছবি :চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.