মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে চাঞ্চল্যকর অটোচালককে জবাই করে হত্যা করার পর অটোরিকসা ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃত শাহীন মিয়া (২৩) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পং পাঁছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
বুধবার (১৩ নভেম্বর) রাত ১টার দিকে তাড়াইল উপজেলার পং পাঁছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী সংবাদ মাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি আরো জানান, গত ১০ নভেম্বর সকাল অনুমান ৭ টার দিকে ভিকটিম আলামিন(১৫) প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যা ৬ টায় ভিকটিমের বোন পিংকী আক্তার(২২) সর্বশেষ মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের সাথে কথা বলেন। ঐ সময় ভিকটিম তার বোনকে জানায় , সে যাত্রী নিয়ে নান্দাইল উপজেলার সুনামগঞ্জ বাজারে আছে। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে প্রতিদিনের ন্যায় ভিকটিম আলামিন অটোরিক্সা নিয়ে বাসায় ফিরে না আসায় এবং তাহার মোবাইল ফোন বন্ধ থাকায় ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে খোঁজাখুজি করিতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে ১১ নভেম্বর সকাল ১০ টার দিকে ভিকটিমের পরিবারের লোকজন লোকমুখে জানতে পারে, কিশোরগঞ্জ সদর থানাধীন পাঁচধা গ্রামে একটি গলা কাটা লাশ ধান ক্ষেতে পড়ে আছে। ওই সংবাদের ভিত্তিতে ভিকটিমের বড় ভাই মো. আলমগীর হোসেনসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভিকটিম আলামিনের মরদেহ সনাক্ত করে এবং সেখানে থানা পুলিশসহ বহু লোকজনের সমাগম দেখতে পায়।
পরে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ভিকটিমের মরদেহের সুরতহাল প্রস্তত করে মরদেহটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ভিকটিমের পরিবারের ধারনা গত ১০ নভেম্বর রাত অনুমান সাড়ে ৭টা থেকে ১১ নভেম্বর সকাল অনুমান সাড়ে ৮টার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা আসামিগণ অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম আলামিন(১৫)কে জবাই করে হত্যা করতঃ লাশ গুম করে তার অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে যায়।
ক্লুলেস এই ঘটনা তদন্ত করে মাত্র ২৪ ঘন্টার মধ্যে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে র্যাবের একটি দল তদন্তের ভিত্তিতে এক আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.