তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে শাহ- শরীফ জিন্দানী (রহঃ) মাজার প্রঙ্গনে দরবার- এ রেসালাতে চিশতিয়া খানকা শরীফের জায়গা জোরপূর্বক দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে তাড়াশ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই খানকা শরীফের খাদেম মো. হাবিবর রহমান।
তিনি বলেন, গত ২০২২ সালে নওগাঁ রংমহল গ্রামের মোস্তফা সরকারের নিকট থেকে ৮ শতক জায়গা খানকা শরীফের আমীর মুহাম্মদ আজাদ খান চিশতি ক্রয় করেন।
পরে ওই জায়গার নামজারিও করা হয়।পরবর্তিতে ওই জায়গায় নওগাঁ গ্রামের শাহ আলম গং জোড়পূর্বক বাউন্ডারী ওয়াল নির্মান করতে গেলে বাঁধা দেয়া হয়। পরে স্থানীয় মতব্বরদের সমন্বয়ে সালিশী বৈঠকে ওই জায়গার সমস্যা সমাধান করা হয়। কিন্তু গত ২৮ সেপ্টেম্বর শাহ আলম গং আবারও ওই সালিশী বৈঠকের রায় না মেনে সন্ত্রাসী কায়দায় জায়গাটির সীমানা খুটি জোরপূর্বক তুলে ফেলে নিজেদের জায়গা দাবী করে দখলে নেন এবং ওই জায়গায় না আসার জন্য হুমকি ধামকী প্রদান করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খানকা শরীফের আমীর মুহাম্মদ আজাদ খান চিশতি, খাদেম ছাইদুর রহমান মুন, হাসান শিবলু, হাবিবুর রহমান সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.