সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৩ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় উপজেলার মুক্তিযোদ্ধা সড়কের সাংবাদিক ইউনিয়নের অফিস কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সভায় নতুন বছরের কমিটি গঠন করা হয়।
নতুন বছরের কমিটিতে সভাপতি মোঃ ইউসুফ আলী (দৈনিক নয়া দিগন্ত) ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (দৈনিক মানবকন্ঠ) নির্বাচিত হয়েছে। কমিটির অন্যরা হলেন, তালুকদার মোহাম্মদ কামাল- সহ- সভাপতি (দৈনিক ইনকিলাব),নাজমুল হাসান- যুগ্ন সম্পাদক (দৈনিক এই আমার দেশ) মোঃ বাকিবিল্লাহ-দপ্তর সম্পাদক ( দৈনিক বিজয়ের বাণী), জাকির হোসেন- অর্থ সম্পাদক (দৈনিক জাগ্রত বাংলাদেশ), মোজাম্মেল হক- প্রচার সম্পাদক ও এ্যাডভোকেট এম ইসহাক বাচ্চু- নির্বাহী সদস্য করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.