চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন গত ২৮ এপ্রিল (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, এই গ্রীষ্মকালে ভারতীয়দের তিব্বতে তীর্থযাত্রা পুনরায় শুরু হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একটি ঘোষণায় বলে, ভারত জুন থেকে আগস্ট পর্যন্ত চীনের তিব্বতের পবিত্র পাহাড় ও হ্রদ ভারতীয় তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করে দেবে। এ নিয়ে মুখপাত্র বলেন, তিব্বত অবস্থিত কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদ তিব্বতি বৌদ্ধধর্ম ও হিন্দুধর্মসহ অনেক ধর্মের বিশ্বাসীরা ‘পবিত্র পর্বত ও হ্রদ’ হিসেবে বিবেচনা করে। তিব্বতের পবিত্র পাহাড় ও হ্রদে ভারতীয়দের তীর্থযাত্রা চীন ও ভারতের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন ও ভারতের পৌঁছানো ঐকমত্য অনুসারে তিব্বতের পবিত্র পাহাড় ও হ্রদে ভারতীয় তীর্থযাত্রীদের তীর্থযাত্রা এই গ্রীষ্মকালে পুনরায় শুরু হবে। বর্তমানে উভয়পক্ষ প্রাসঙ্গিক প্রস্তুতিমূলক কাজ করছে।
তিনি আরও বলেন, চলতি বছর হল চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। চীন ভারতের সঙ্গে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা এবং চীন-ভারত সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল পথে উন্নয়ন করার জন্য কাজ করতে ইচ্ছুক।
সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.