লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে অবৈধভাবে তিস্তা নদীর বালু উত্তোলন করার সময় মঈন উদ্দিন নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬জুন) দুপুর ১২টার দিকে তিস্তা নদীর চরে ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন করার সময়। হাতেনাতে বালু ভর্তি ট্রাক্টর সহ চালককে আটক করেন লালমনিরহাট সদর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোকুন্ডা ইউনিয়নের তিস্তা নদীর চর এলাকা থেকে অবৈধভাবে নদীর বালু উত্তোলনকালে। এস আই আঙ্গুর মিয়া ও তার ফোর্সের সহযোগিতা গাড়ীটি আটক কররে। ভ্রাম্যমাণ আদালতকে খবর দিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, আটককৃত ব্যক্তির লালমনিরহাটের সদর উপজেলার, গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা এলাকার নজরুল ইসলামের ছেলে মঈন উদ্দিন। সে দীর্ঘদিন ধরে ট্রাক্টরের ড্রাইভারি করেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ, এরশাদুল আলম জানান,তিস্তা নদীর বালু উত্তোলন করার সময়। একটি বালু ভর্তি ট্রাক্টর সহ চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এসে ৫০হাজার টাকা জরিমানা করেন আটককৃত মঈন উদ্দিনকে। জরিমানা টাকা পরিশোধ করে চালক ট্রাক্টর টি নিয়ে চলে যান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.