তুমি পুকুর ঠান্ডা থাকো
মনজুর মোরশেদ
মাঘের শীত
বাঘের গায়
কথা কিন্তু-
মিথ্যা নয়
পাচ্ছি এখন টের।
লেপের মাঝে
থাকছি ঢুকে
ঠান্ডা তবু-
লাগছে বুকে
হিমেল বায়ু ঢের।
পুকুর পাড়ে
যাচ্ছি না'কো
তুমি পুকুর-
ঠান্ডা থাকো
ডাকছো কেনো ধুর,
থাকবো না যে
এ দেশে আর
যে দেশে নাই-
ন্যায় বিচার
যাবো 'গরমপুর'।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.