মাহমুদুল ইসলাম ফয়সাল, সুনামগঞ্জ
মানুষের বেঁচে থাকার জন্য রাষ্ট্রীয় নীতি মালায় কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা
সুনামগঞ্জে অসহায়দের আলোর পথ দেখিয়ে সরকারী নিবন্ধীত হয়ে এলাকায় সামাজিক মর্যাদায় অবদান রেখেছেন এম তাজুল ইসলাম তারেক।
জনসেবায় সুযোগ নিতে জনপ্রতিনিধির ভুমিকা রাখছেন। ৪৫ বছর বয়সে তিনি সামাজিক কাজে অনুপ্রেরনা নিয়ে কোন এক সময় সরকারি-বেসরকারি চাকুরি
করেছেন। মনের জোরে মানুষকে ভালোবেসে সংবাদ কর্মী, মানবাধিকার কর্মী হয়ে জেলার ও কেন্দ্রের দায়িত্ব পালন করছেন।
সংগীত মর্মর্ষ্প হয়ে ব্যাকুলতায় নিজের দেহতরিকে সাজাতে চেষ্টা করে বহুমাত্রিক প্রতিবন্ধী জীবনের উন্নয়নে আজীবন লড়াই করে চলছেন।
মানুষের অধিকার প্রতিষ্ঠায় জেলার সকল উপজেলা ও অন্য জেলায় সামাজিক উন্নয়নে ব্যাক্তি প্রতিষ্ঠান স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান কর্তৃক ও সরকারি সহায়তায় হত দরিদ্রদের মাঝে সৃজনশীল পদক্ষেপ গ্রহনে তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা (টিপিপিএস) প্রতিষ্ঠা, এশিয়া ছিন্নমূল
মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, ১৯১২ সালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মাধ্যমে সমাজসেবায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কর্ম সফলতায় পুরষ্কার, সম্মাননা পদক লাভ করেন।
উপজেলা ও প্রশাসন কর্তৃক একাধিক পুরষ্কার লাভ করেন।
সামাজিক কর্মকান্ডে ও যুব উন্নয়নে অবদান রাখায় ২০১৯ইং সালে সরকারের যুব উন্নয়ন মনোনয়নে যুব মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব সমন্বয়ে রাজধানীতে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরষ্কারে ভূষিত হন।
এ মহান অর্জনে এম তাজুল ইসলাম তারেক এর স্ত্রী শাহনাজ পারভীন এর প্রগতিশীল চেতনা কাজ করেছে। দাম্পত্য জীবনে দুজনেই কর্মঠ ও একে অপরের আতœীয়।
বড় ছেলে মাহমুদুল ইসলাম ফয়সাল বেসরকারি প্রক্রিয়ায় সাধারন চাকুরি করেন। বড় কন্যা জান্নাত ইসলাম তাইফা সুনামগঞ্জ সরকারি কলেজে বিএ
অনার্স (প্রথম বর্ষের ছাত্রী), ফ্রিল্যান্সিং প্রক্রিয়ায় সম্পৃক্ত আছেন। মেঝো কন্যা নুসরাত ইসলাম তাবাসসুম সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এইচ এস সি (প্রথম বর্ষের ছাত্রী)। ছোট মেয়ে তামান্না ইসলাম শাহাজাদী সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে
(অষ্টম শ্রেণীর ছাত্রী)।
এছাড়া ও দ্বীনি শিক্ষায় মনোনিবেশ করে তোফাজ্জুল ইসলাম ফেরদৌস আশরাফুল উলূম কালীপুর, হাসনবসত নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় (নাজেরা শাখায় ছাত্র)। তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করছেন।
সকল উপজেলা, থানায় পৃথক প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেছেন। বিশ্বম্ভরপুর উপজেলায় পলাশ ইউনিয়নে গাজীরগাঁও এলাকায় বিশ্বম্ভরপুর তৃণমূল অটিস্টিক, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা লাভে ওই এলাকাকে নিরক্ষর মুক্ত করে
আলোকিত সমাজ গঠনে অবদান রাখবে। স্থানীয় মানুষ ও প্রশাসনিক সার্বিক সহযোগিতা দেওয়া অতিব জরুরি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.