খুলনা প্রতিনিধিঃ
রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলা ৯ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে তেরখাদা ফুটবল একাদশ ও খুলনা মোহামেডান ফুটবল একাডেমী। খেলায় তেরখাদা ফুটবল একাদশের ৯ নম্বর হলুদ জার্সি পরিহিত খেলোয়াড় গাজীর গোলে খুলনা মোহামেডান ফুটবল একাডেমীকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন প্রভাষক বাশির হোসেন লালু, কামাল হোসেন, আলী আকবর।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন বিজয়ী দলের ৭ নম্বর পরিহিত খেলোয়াড় হাবিবুর।
খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাজাহান কবীর প্যারিস, টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী খান আহমেদুল কবীর চাইনিজ, ক্রীড়া সংগঠক মাঈনুল হাসান টুটুল, মোকশেদ আলী, আসিফ হোসেন রিংকু, বাদল হোসেন, সাবেক জাতীয় ফুটবলার শেখ জাহাঙ্গীর হোসেন, সাঈফ উদ্দীন হিমু, বাবুল হোসেন বাবলা, ফিফা এলিট রেফালি মনির ঢালী, ফিফা রেফারী জোনায়েদ আহম্মেদ, ফুটবল প্রশিক্ষক মোঃ মোস্তাকুজ্জামান, মনির শেখ, মিজানুর রহমান, শাহাজাদা আলমগীর, সেলিম বাবু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.