তোমাকে আজ বড় প্রয়োজন
মো. খলিলুর রহমান
দক্ষিণা বাতাসে এই মন উচাটন
তোমাকে আমার আজ বড় প্রয়োজন
প্রয়োজন ভালোলাগা ভালোবাসা আর
যতনে সরিয়ে ফেলা সকল প্রাকার
মননে মনন ঘষে হোকনা তা শুরু
আমার এ মনন আজ কাঁপে দুরুদুরু
কী জানি তুমিও নিজে ভাবছো কী তা
সাহসী মনন হোক মোদের ত্রাতা
এ হৃদয়ে অনুক্ষণ তোমারই অনুরণন
তাইতো তোমাকে আজ বড় প্রয়োজন
দক্ষিণা সমীরণে উচাটন মন
হে দেবী তোমাকে আজ বড় প্রয়োজন!
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.