আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অনেকদিন ধরে তোমার অপেক্ষায় আছি,
কতকাল গেলো তোমাকে দেখিনা
তোমার চুলের চেনা মাতাল করা সৌরভও আমি আর বাতাসে খুঁজে পাইনা,
তোমাকে দেখবো বলে আমি পাহাড়ের চূড়ায় অধীর হয়ে আছি
তুমি মেঘ হয়ে আপন মাধুরী দিয়ে আমাকে একবার ছুঁয়ে যেও।
প্রতিদিন গোধূলি নেমে এলে দিবসের সূর্য্যটা পশ্চিমে হারিয়ে যায় রাতের অন্ধকারে,
চাঁদ তারারা অকৃপণ আলোর রোশনাই পাঠায়,
আমি অবাক বিস্ময়ে হাত বাড়িয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকি তোমাকে দেখবো বলে,
অন্তরে বিষন্নতার তানপুরা বেজে উঠে
শুকনো পাতার মর্মর শুনে আৎকে উঠি
তুমি এলে বলে ভুল করি।
যতদূর চোখ যায়
তাকিয়ে তোমার অপেক্ষায় থাকি
খুঁজি তোমাকেই,
একসময় আকাশটা বিবর্ণ হয়ে উঠে
ঘনো কুয়াশাগুলি কাঁচের মতো প্রাচীর গড়ে তুলে চোখের সম্মুখে,
তুমি এসে একবার ছুঁয়ে যাবে
সে অপেক্ষায় আছি বন্ধু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে।
(Agartala 23/11/22)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.