তোমার মাঝে হারাবো
হুমায়ুন মোহাম্মদ
সুুমিতা সুন্দর নাম
অর্থ 'ভালো বন্ধু' জানলাম,
খুব সুন্দর তুমি
ফ্রেন্ড হতে চাই আমি,
যতই দেখি তোমায়
ততই মুগ্ধতা বাড়ায়,
তোমার রূপের মোহতায়
মন অজানায় হারায়,
যদি তোমাকে নিয়ে লেখায়
একটু বাড়াবাড়ি হয়ে যায়,
তোমার লাবণ্যের মহিমায়
ক্ষমা করে দিও আমায়,
আনফ্রেন্ড করো না
তাহলে হবে ভীষণ মনোবেদনা,
তোমার সম্মতি যদি পাই
ছবি মুঠোফোনে জমা করতে চাই,
সকাল সাঝে মাঝে মাঝে দেখবো
বিমোহিত হয়ে কবিতা লিখবো,
ছবিসহ ফেসবুকে পোস্ট দিবো
অনেক লাইক কমেন্ট পাবো,
খুশিতে আত্মহারা হবো
আনন্দে তোমার মাঝে হারাবো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.