কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ২ সেপ্টেম্বর ডিয়াজ-ক্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে, তাঁর দেশ ‘শাংহাই সহযোগিতা সংস্থা প্লাস’ সভায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত ‘বৈশ্বিক শাসন উদ্যোগ’কে সমর্থন করে। এটি বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির গঠনে সহায়ক হবে বলে তিনি মনে করেন।
কিউবার পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে, কিউবার বৈশ্বিক শাসন উদ্যোগের তাৎপর্যকে অত্যন্ত মূল্য দেয়। তিনি মনে করেন যে, এই উদ্যোগ গ্লোবাল সাউথের সাধারণ আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এবং আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়নে অবদান রাখবে।
কিউবার কমিউনিস্ট পার্টির সরকারী সংবাদপত্র গ্রানমা বৈশ্বিক শাসন উদ্যোগের মূল উপাদানগুলো সম্পর্কে রিপোর্ট করেছে। এতে বলা হয় যে, শাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র উদ্দেশ্য আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে আরও ন্যায়সঙ্গত বহু-মেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রচার করা এবং এসসিও থিয়েনচিন শীর্ষ সম্মেলন সংহতি জোরদার ও গ্লোবাল সাউথের অবস্থা সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.