স্টাফ রিপোর্টার :
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে অজ্ঞাতনামা এক মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ১৫ বছর। মৃতদেহের পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম ডিএমপি নিউজকে জানান, গতকাল শুক্রবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের ভাওয়ারভিটি পূর্বপাড়া ঢাকা-মাওয়া হাইওয়ের সার্ভিস লেনের ফুটপাতের পাশে লাগেজের ভিতরে মেয়েটির মৃতদেহ পাওয়া যায়।
এ সংক্রান্তে ২৯ ডিসেম্বর, ২০২৩ দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃতদেহের ছবি দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা (০১৩২০–০৮৯৪৮১) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.