দর্পন
শেখ রবজেল হোসেন
আজকাল আয়নায় নিজেকে খুঁজে পাই না,
যে চোখে খুঁজি
সে চোখ দু'টোও নিজের মনে হয় না।
যে চোখে নম্রতা ছিলো,
যে চোখে লজ্জা ছিলো,
যে চোখে ভয় ছিলো,
যে চোখে সহানুভূতি ছিলো,
যে চোখে ভালোবাসা ছিলো,
যে চোখে স্বপ্ন ছিলো,
যে চোখে জল ছিলো।
সে চোখ মনে হয় হারিয়ে গেছে
তাইতো নিজেকেই চিনতে পারিনা,
মনে হয় চোখ দু'টোও অন্য কারো।
আমার ভেতর অহংকার কীসের?
আমি কি ভুলে গেছি সব?
ভুলেছি ভালোবাসা,
ভুলেছি দুঃখ,
ভুলেছি কষ্টের রাত,
আমি কি ভুলেছি আমার শেকড়?
আমার পুরোনো অতীত!
ফেলে আসা অতীতের স্মৃতিগুলো
বাতাসে উড়িয়ে দিয়ে
আমি কি ভালো আছি?
আমি আমার অন্তর খোঁজার চেষ্টা করি,
হাতড়াই সকাল বিকাল
এমনকী একাকী সন্ধ্যা বা রাতেও।
যখন আয়নার সামনে দাঁড়াই,
আমি কি নিজের পরিবর্তন দেখি?
নাকি তোমাদের?
যদি তোমরা সবাই আগেরই মতো,
তবে আমিই বদলে গেছি হয়তো
এটাইতো স্বাভাবিক।
নইলে এতো পরিবর্তন দেখি কেনো?
কখনো আমার অথবা তোমাদের।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.