মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দাউদকান্দির গৌরীপুর পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আসফিকুজ্জামান আকতার।
শনিবার সন্ধ্যায় পুলিশ সুপার পূজা মন্ডপে পৌছালে তাকে কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় তিনি পূজামন্ডপে উপস্থিত সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, পূজাকে কেন্দ্র করে যদি কোন ব্যক্তি/গোষ্ঠি বিশৃংঙ্খলার সৃষ্টি করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিভিন্ন সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আসফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুবকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ নাজমুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী, ওসি ডিবি (কুমিল্লা) সাজ্জাদ করিম খান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ' স্থানীয় জনপ্রতিনিধিগণ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.