দাপুটে ইঁদুর
অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ।
গেছো ইঁদুর গাছের কোটরে,
নজর ফলমূলে,
এগাছ থেকে ওগাছ দাপিয়ে,
চলে হেলে দুলে।
মেছো ইঁদুরের লক্ষ্য মাছধরা,
বাস জল জঙ্গলে,
আমিষ্ ভোজী ইঁদুর বাবাজি,
ঘুরে ডোবার কুলে।
মেঠো গর্ত খুঁড়ে ক্ষেতখামারে,
ক্ষয় ক্ষতি ফসলে,
পাতাল রেলের সূরঙ্গ জংসন,
এঁকেবেঁকে গেছে চলে।
যাত্রী সর্প, স্টেশনে দণ্ডায়মান,
সর্ট সার্কিট গুহাতলে,
নেঙটির জন্ম শত বার্ষিকীতে,
ন্যাঙাই নাম গেছে ভুলে।
ধ্যেড়েইঁদুর ভাব ডোন্টকেয়ার,
মস্তানরাজ নেংটি খুলে,
উন্নয়ন মন্ত্রে, দীক্ষিত হামবড়া,
দাপুটের মৃত্যু রসাতলে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.