
দামি মানুষ হবো
প্রিয়াংকা নিয়োগী
ভারত
ঘন বাতাসের মতো ঘন হবো,
কাজে চমক রাখব।
রঙিন উদাহরণ হবো,
জ্বলজ্বল করব।
আতশবাজির মতো হবো,
পারদর্শী উদাহরণ রাখব।
দৃষ্টিতে যত্ন,
উজ্জ্বল দৃষ্টান্ত,
কঠোর থেকে কঠোর পরিশ্রমী হবো,
মানুষের মনের মলম হবো,
কষ্ট অপমানকে দেখিয়ে দেবো,
আমি দামি মানুষ হবো।
চোখে ভাসবে সবার আমার মূল্য,
তা ভালোবাসার যত্ন,
সবার কাছে অমূল্য রত্ন,
আত্মিক বন্ধন থাকুক সর্বত্র,
মূল্য বোধের বোধিসত্ত্ব,
মানুষের মনে আমার ফটো।
ভালোবাসার প্রতীক হবো,
টাকার থেকেও দামী রইব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.