ফারুক প্রধান
অপরুপ রুপে সেজেছো দার্জিলিং
আকাশ ছোঁয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে
মেঘে-মেঘে আলিঙ্গন তোমার বুক
বাড়িয়ে দিয়েছো দু,হাত।
আপন করে নিয়েছো মেঘের সারি
মাঝে মাঝে অভিমান করে মুখ করেছো কালো
আবার উঁকি মেরে কাছে চলে আসো
নীল রঙের পসরা সেজে আহবান কর
তোমার দূরে ঠেলে দেয়া প্রেমিকের হাত।
ভুলে গিয়ে নতুন করে সংসার কর
জীবনের সাধ আচ্ছাদন করে মিলিয়ে যাও
কোন এক অজানা দেশে।
আঁকা বাঁকা পথ হারিয়ে নিজেকে সমর্পণ কর
প্রতিদিনের লাবণ্য মাখা অবয়ব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.