মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দিঘীনালায় ইয়াবা সহ মোছাঃ তাহেরা (৪৯) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সে ০২ নং বোয়ালখালী ইউপির ৮ নং ওয়ার্ডের জামতলী গ্রামের মোঃ আঃ জব্বার ও মোছাঃ সুফিয়ার মেয়ে এবং মোঃ আলমগীর এর স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানাধীন ০২নং বোয়ালখালী ইউপির জামতলী ব্রীজ সংলগ্ন পূর্ব পাশে মুসলিম চেয়ারম্যানের ভাড়া দেওয়া বাড়ীর সামনে দীঘিনালা টু খাগড়াছড়ি পাকা রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় তার ডান হাতে থাকা সাদা পলিথিনের ভিতর রক্ষিত ০৮ (আট) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার ০৩ (তিন) পিচ+০৩ (তিন) পিচ+০২ (দুই) পিচ ইয়াবা ট্যাবলেট আলাদা আলাদা ভাবে নীল পলিথিনে মোড়ানো ছিলো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.