মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
“বৈষম্য নিপাত যাক-পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক ”এ শ্লোগানকে সামনে রেখে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরি-বিধি বাস্তবায়ন ও চুক্তিভিত্তিক জনবলকে নিয়মিতকরণের দাবিতে ফুলবাড়ী- জয়নগর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর কর্মকর্তা-কর্মচারীরাগন।
বুধবার ৩ জুলাই সকালে বর্ষার পানি উপেক্ষা করে দিনাজপুর জেলার ফুলবাড়ী-বিরামপুর জয়নগর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর হিসাব রক্ষক রাজু অহম্মেদসহ আরো অনেকে বলেন, দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কথায় কথায় চাকরি থেকে ছাটাই করা হয়। কোনো বোনাস দেয়া হয় না। এমনকি কর্মঘন্টারও নিশ্চয়তা নেই।
নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছে। যে কারণে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরি-বিধি বাস্তবায়ন ও চুক্তিভিত্তিক নিয়োগকৃত জনবলের চাকুরি নিয়মিত করণের দাবিতে আন্দোলনে নেমেছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন ঘোষনা দেন আন্দোলনকারী নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম,আইটি আবির চন্দ্র রায়, এনফোর্স কো-অডিনেটর সুলতান মাহমুদ, বিলিং সুপার ভাইজার মরিয়ম বেগম, বিলিং সুপার ভাইজার শামিমা আক্তার বানু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.