মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি
খাগড়াছড়ির জেলার দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ত্রান সামগ্রী বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন।
বৃহস্পতিবার সকালে উপজেলার কবাখালী ইউপির বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার ছয়শত আশিটি পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ক্যাপ্টেন হাসনাইন আলভীর নেতৃত্ব কবাখালি হালিমিয়া মাদরাসায় ৮০ পেকেট এবং তারবুনিয়া আশ্রয়ন কেন্দ্রে ২৫০ পেকেট শুকনা খাবার বিতরন করেন ও ক্যাপ্টেন আবু রায়হান, কোয়াটার মাস্টার এর নেতৃত্বে কবাখালি কিন্ডার গার্ডেনে ৮০ পেকেট,হাসিনসানপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে ২০০ পেকেট এবং হাসিনসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে ৭০ পেকেট দুপুরের খাবার বিতরন করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.