মোঃ শাহারিয়া আহমেদ
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ৫নং ওয়াডের কাঠাঁলবাগান এলাকা থেকে মোঃ শাহাবুদ্দিন (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করেছে মেরং পুলিশ ফাড়িঁ একদল চৌকস পুলিশ টিম।
রোববার রাত ৯ টার সময় ছোট মেরুং পুলিশ ফাড়িঁর ইনচার্জ উপ-পরির্দশক এস আই (নিঃ) মোঃ নজরুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দিন কে ৫০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হন।
মাদক ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দিন, একই ইউনিয়নের ৬নং ওয়াডের হাজাছড়া গ্রামের মৃতঃ মোঃ হানিফ এর ছেলে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এলাকার চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের নির্মূলে অভিযানের অংশ হিসেবে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দিন কে আটক করা হয়েছে।
ছোট মেরুং পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান শাহাবুদ্দিন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে এর আগেও দীঘিনালা থানায় আরেকটি মাদক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.