মোঃ শাহারিয়া আহমেদ, খাগড়াছড়ি
দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নে হাচিনসনুপর হাই স্কুল মাঠে শীতার্ত মানুষে মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী । খাগড়াছড়ি সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত "ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার"। গতকাল শুক্রবার বিকেলে মুসলিম পাড়া, হাচিনসনপুর,তারাবুনিয়া ও দক্ষিণ মিলনপুর গ্রামের শীতার্ত মানুষের কাছে কম্বল সোয়েটার,ব্লেজার জেকেট সহ একটি করে ৪০০ টি শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন পরিচালিত,`ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টার` এর প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্ণেল এস এম মাহফুজ মান্নান সুমন, (পিএসসি) বলেছেন, "কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত। এসময় তিনি আরো বলেন, দীঘিনালা উপজেলাটিতে শীতের প্রকোপ বেশি হওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায়ে এ বছরও "ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার" এর তত্বাবধানে এখানকার পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.