দুই তৃতীয়াংশ
নাজনীন সুলতানা (লুনা)
হাতে হাত থাকবে না
তখন কে জানতো!!
মনে বারে ব্যবধান
হাটি উদ্ভ্রান্ত।
দেখা শেষ নদী দেশ
সাগর অধিকাংশ,
চোখে তাই পৃথিবীর
দুই তৃতীয়াংশ।
ভুল রাতে ভুল হাতে
রেখে আসা ফুল
বাসি হলে শুধু ভাবি,
জীবনটাই ভুল
ভুলে ভরা জীবনের
থাকে না তো প্রান্তর,
হাতে হাত থাকবে না
তখন কে জানতো!!
তুমি ময় জীবনের
তুমি হীনা দিন,
আজকাল ভালো থাকা
নিজেতে বিলীন
একা একা জীবনের
কাটেনা দিন তো,
চোখে তাই পৃথিবীর
দুই তৃতীয়াংশ।
০৯-০৭-২০২৩
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.