দুর্নীতি বিরোধী
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
দুর্নীতির সংক্রামক রোগে
সাধারণ জনতা ভোগে,
যারা দুর্নীতি করে
তারা থাকে সুখে!
দেশ ধ্বংসের পথে।
সত্য অবনত বেশে
মিথ্যা চলে এগিয়ে,
দুর্নীতির ছলে বলে
দূর্ভোগ যাচ্ছে বেড়ে।
শহর কিংবা গ্রামে
দুর্নীতি ব্যাধির জ্বরে
মানুষ মরছে ধীরে
আমরা বাঁচব কি করে
দুর্নীতি দূর না হলে?
দুর্নীতি বিরোধী অভিযানে
প্রত্যেকে জনে জনে
এসো এক পতাকাতলে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.