মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২২ জানুয়ারি ২০২৫ তারিখে অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন এবং বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সাতক্ষীরা, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, গাজীপুর ও ঢাকায় ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ২৫টি মামলায় ৫৩ লক্ষ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ৮টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
চাঁদপুর, ফেনী, নাটোর, নেত্রকোনা ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন নিয়ে ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি মামলায় ৫৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় এবং ২,৫৬৫ কেজি পলিথিন জব্দ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
ঢাকার শাহবাগ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা এবং ৮টি পরিবহনকে সতর্ক করা হয়।
গাজীপুর ও ঢাকার বাংলামটর ও মিরপুর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট অভিযান হয়। ২টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.