মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ইটভাটার বিরুদ্ধে অভিযানে কুড়িগ্রাম, বান্দরবান ও নীলফামারীতে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৯টি মামলার মাধ্যমে ১৬ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৮০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ এবং ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ২টি ইটভাটার মালিককে সতর্ক করা হয়।
নিষিদ্ধ পলিথিনের অভিযানে বরগুনা, শরীয়তপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ঢাকা মহানগরের মগবাজার এলাকায় ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৯টি মামলার মাধ্যমে ১,০৭,০০০ টাকা জরিমানা আদায় এবং ২ হাজার ২২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ২টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে ঢাকা মহানগরের গাবতলী ও মগবাজার এলাকায় ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৬টি মামলার মাধ্যমে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সিমেন্ট কারখানার বিরুদ্ধে অভিযানে মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর এলাকায় ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১টি মামলার মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
শব্দ দূষণের বিরুদ্ধে কেরানীগঞ্জ এলাকায় শব্দ দূষণ বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৫টি যানবাহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।
পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.