দূষণ যুক্ত
আব্দুস সাত্তার সুমন
আবর্জনায় সব ধুলাবালি
ময়লা যুক্ত শহরতলী,
দূষিত আজ সারা দেশ
জীবন মোদের অচল বেশ।
সুস্থতা আমি কোথায় পাই
আছে কিংবা তাও নাই!
নোংরা থেকে বাঁচতে ভাই
দূষণ মুক্ত গ্রাম চাই।
ময়লার উপর স্তূপ শহর
দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গহর,
ঘুমের ঘরে স্বপ্নের দেশ
ঋণের নিচে আমরা শেষ।
লোভের ক্রাশে আছেন যত
নেশাগ্রস্থ মানব শত,
ভদ্রো মুখোশ, পড়ে যারা
দুর্নীতিতে চরম ধারা।
দূষণ যুক্ত সারা দেশ
স্বদেশ চাচ্ছি মুক্ত বেশ!
প্রভু তুমি পানা দাও
সকল আজাব তুলে নাও।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.