মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পরিচালিত মোবাইল কোর্টে তিন হোটেল-রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ) দুপুরে উপজেলা সদরের আজগর হোটেল,ছাবরিয়া হোটেল ও কালাম হোটেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন।
অভিযানের সময় হোটেলগুলোতে ফ্রিজে পচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তিন হোটেল মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, “জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে এ অভিযান নিয়মিতভাবে চলবে। কোনোভাবেই ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যপণ্যের মান রক্ষায় ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.