দেবিদ্বার প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. শামসুল হক (খোকা) মাষ্টারের এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৪ দেবিদ্বার উপজেলা প্রশাসন।
তিনি, গতকাল (১০-০১-২৫) শুক্রবার সকাল ৭ ঘটিকায় ঢাকার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাহার গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ।
শুক্রবার বাদ এশা এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাাহী রেখে গেছেন।
দেবিদ্বার উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান (ফুলমিয়া) এবং দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এস আই মোঃ জয়নাল এর নেতৃত্বে নিহতের কফিনে সালাম প্রদর্শন কালে কুমিল্লা থেকে আগত পুলিশ বাহিনীর সদস্য এবং গ্রামের মান্যগণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শামসুল হক (খোকা) মাষ্টার দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার সকাল ৭ ঘটিকায় (৭৮) বয়সে ঢাকার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.