মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া বাজারে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করেছেন ক্ষতিগ্রস্থরা।
ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ১২.৩০ মিনিটে মাশিকাড়া পশিশ্চম বাজারে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, রাত ১২-৩০ মিনিটের দিকে দিকে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এবং দোকান মালিকরা আগুন নিভানোর চেষ্টা চালায়।
আগুনে মামুনুর রশিদের খান ভেরাইটি ষ্টোর,এমরান হোসেনের এমরান টেলিকম, মহিউদ্দিন মুন্সী স্বপনের এস বি এস কম্পিউটার, বদিউল আলম শেফুর পোলট্রি মুরগির দোকান,মহসিন মিয়ার মহসিন ষ্টোর,ইদ্রিস খলিফার ষ্টেশনারী ষ্টোর ও জাকির হোসেনের মুদি মালের ৭টি দোকান পুড়ে একবারে ছাই হয়ে যায়।
স্থানীয় ও দোকান মালিকদের প্রচেষ্টায় প্রায় ঘন্টাখানিক চেষ্টার পরে আগুন প্রায় নিয়ন্ত্রনে চলে আসার পরে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এস পৌছে। ততক্ষনে ৭টি দোকানের সবকিছু পুড়ে ছাইয়ে পরিনত হয়েছে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক মহিউদ্দিন মুন্সী স্বপন বলেন আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সৈয়দ সাজ্জাদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই রওয়ানা দিয়েছি এবং মুরাদনগর থেকে ঘটনাস্থল বেশ দুরে হওয়ার কারনে যতটুকু সময় লাগার কথা আমরা ঠিক সময়ের ব্যাবধানেই ঘটনাস্থলে পৌঁচেছি।
এদিকে বৃহস্প্রতিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির ঘটনান্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানিয়ে দোকান মালিকদের প্রাথমিক ক্ষয়-ক্ষতির একটি তালিকা করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরন করেন।
এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা জানান, ৭টি দোকান পুরে যাওয়ার ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান অফিস থেকে তথ্য পাওয়ার পরে ইতিমধ্যে ঘটনাস্থলে প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রতিনিধি প্রেরন করা হয়েছে। তারা ক্ষয়ক্ষতি নির্ধারন পুর্বক প্রতিবেদন দিলে ত্রান ও পুনর্বাস মন্ত্রনালয় থেকে ক্ষতিগ্রস্থদের যথাসাধ্য সহযোগীতার ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.