চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, গত (শনিবার), দেশের চিলিন প্রদেশের ছাং ছুন শহরে আয়োজিত এক কর্মসভায়, প্রদেশের কর্মবিবরণী শোনেন এবং উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক পুনরুজ্জীবন কাজের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
সভায় সি চিন পিং বলেন, উদ্ভাবন-চালিত ও শিল্প-সহায়তা ছাড়া উচ্চমানের উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। আমাদের অবশ্যই বাস্তব অর্থনীতির ভিত্তি দৃঢ়ভাবে রক্ষা করতে হবে; ঐতিহ্যবাহী শিল্পের রূপান্তর, সুবিধাজনক শিল্পের বিকাশ ও নতুন মানসম্পন্ন উত্পাদনশীল শক্তির সমন্বয় সাধন করতে হবে; এবং চিলিন প্রদেশের বৈশিষ্ট্যময় একটি আধুনিক শিল্পব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের অবশ্যই শিল্প উদ্ভাবনের সাথে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের গভীর একীকরণকে উত্সাহিত করতে হবে; বৈজ্ঞানিক গবেষণায় সম্পদ ও শক্তিকে একীভূত করতে হবে; উদ্ভাবনে প্রতিষ্ঠানের নেতৃত্বের ভূমিকা জোরদার করতে হবে।
সি চিন পিং জোর দিয়ে বলেন, উত্তর-পূর্ব চীনের ব্যাপক পুনরুজ্জীবনের জন্য সংস্কার ও উন্মুক্তকরণকে আরও ব্যাপকভাবে গভীর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই একটি নতুন উন্নয়ন কাঠামো নির্মাণ ও উচ্চমানের উন্নয়নের প্রচারের পথে বাধা দূর করতে হবে; জনগণের জীবিকা নির্বাহের ক্ষেত্রে কঠিন ও বেদনাদায়ক সমস্যা মোকাবিলা করতে হবে; সংস্কার ও সংস্কারের পরিকল্পনা তৈরি করতে হবে; জটিল দ্বন্দ্বগুলো সমাধান করতে এবং প্রাতিষ্ঠানিক ও প্রক্রিয়াগত বাধা অপসারণ করতে প্রচেষ্টা চালাতে হবে।
তিনি উল্লেখ করেন, জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রধান কৃষি ও শস্য উত্পাদনকারী প্রদেশের রাজনৈতিক দায়িত্ব। চিলিন প্রদেশের উচিত বৃহৎ আধুনিক কৃষি উন্নয়নের ওপর মনোনিবেশ করা; কৃষকদের শক্তিশালী করতে ও তাদের কল্যাণে সহায়তাব্যবস্থা উন্নত করা; এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কৃষি, সবুজ কৃষি, মানসম্পন্ন কৃষি ও ব্র্যান্ড কৃষির উন্নয়নকাজ সমন্বয় করা।
সি চিন পিং জোর দিয়ে বলেন, চিলিন একটি বহুজাতিক অঞ্চল। নতুন যুগে সিপিসির জাতিগত তত্ত্ব ও নীতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা, ধর্মীয় কাজের ওপর সিপিসির মৌলিক নীতিগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা, চীনা জাতিগত সম্প্রদায়ের নির্মাণকে উত্সাহিত করার জন্য প্রচেষ্টা চালাতে হবে এবং সকল জাতিগোষ্ঠীর মধ্যে বিনিময় ও সংহতি প্রচার করতে হবে।
সূত্র: শুয়েই-আলিম-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.