মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার
গত ৪৮ ঘণ্টায় সারা দেশে ১৭ নারী শিশু ধর্ষণের বিচারের দাবিতে টাঙ্গাইল বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকালে টাঙ্গাইল সদরে শহীদ মিনারে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
https://youtu.be/q4EVzPcztGU?si=_MA9KhMPYIabVPCi
স্থানীয় সমন্বয়কদের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা গুলি চেয়ে সরকারের প্রতি দাবি জানান।
বর্তমান সরকারের উদ্দেশ্য তারা বলেন, আগে দেশ সংস্কার করুন, তারপর নির্বাচন দিন। বাংলাদেশে প্রতিদিন শিশু এবং নারী ধর্ষণ হচ্ছে এর জন্য আমরা নতুন ভাবে দেশ স্বাধীন করি নি। সমন্বয়করা বলেন দেশে গত ৪৮ ঘণ্টার মধ্যে ১৭ জন ধর্ষণ হয়েছে সারা বাংলাদেশে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.