
লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেন ‘দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় মানুষ হিমশিম খাচ্ছে। বাংলাদেশ আজ অর্থনীতিক ভাবে বিপন্ন। দেশের অর্থনীতিকে একটি শ্রেণি একদম ভেঙ্গে ফেলেছে। দেশের অর্থনীতিকে লুন্ঠন করে আজকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। এই দেউলিয়াত্ব থেকে রক্ষা করতে হলে এই দেশের সচেতন মানুষেকে উজ্জীবিত হয়ে এই সমস্ত দুর্নীতি এবং অপকান্ডের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে।’
বুধবার (২২ মার্চ) দুপুরে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের বীরবিক্রম কর্ণেল শফিউল্লাহ্ অডিটোরিয়ামে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন- ‘এদেশে সাম্য, মানব মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। যে কোন অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদেরকেই প্রতিবাদ করতে হয়। যে সরকারই ক্ষমতায় থাকুক ছাত্রদের সব সময় অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকতে হয়।’
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রীতা রানী সরকার এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ মো. আবু হানিফ, পরিচালনা পর্ষদ এর অভিভাবক সদস্য আবদুল আজিজ ভূইয়া, সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন ভূইয়া, মো. আনোয়ার হোসেন ভূইয়া, মো. রুহুল আমিন প্রমুখ। এতে কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মন্ডলী, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.