স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া থেকে প্রকাশিত দৈনিক বরুড়া কন্ঠের সম্পাদক ও মো: ইউসুফ আলী আর নেই।
তিনি ২১ জুলাই শুক্রবার ভোর ৫.৩০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিস, কিডনি ও চক্ষু রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর গ্রামের বাড়ী বরুড়া উপজেলার জলম ইউনিয়নের বিলপুকুরিয়া।
মরহুমের জানাযার ১ম জামাআত আজ শুক্রবার বাদ জুমআ বরুড়া উপজেলার ঝলম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এবং ২য় জানাযা বাদ আসর ওনার গ্রামের বাড়ি বিলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
ইউসুফ আলীর মৃত্যুতে দৈনিক মুক্তির লড়াই পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.