দ্রোহের জগতে তুমি জ্বলন্ত অগ্নিশিখা
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
তুমি সাম্যের কবি চেতনার নায়ক
হে প্রিয় কবি নজরুল,
তুমি কলমের ভাষায় ফুটিয়ে তুলেছো
অত্যাচারীর ষড়যন্ত্রের মূল।
দ্রোহের জগতে তুমি জ্বলন্ত অগ্নিশিখা
কাব্য কথায় রয়েছে শত প্রমাণ,
কলম চালিয়েছো তুমি অশ্রু রূপে
লিখে গেছো বিপ্লবী গান।
তুমি আপোষহীন ছিলে বাতিলের সাথে
করোনি কভুও নত শির,
কলম যুদ্ধের মাঠে জ্বলন্ত প্রতিভা
তুমি চিলে রণবীর।
তোমার খাদ্য কথা বুলেটের বেগে
আঘাত করেছিলো স্বৈরাচারীর গদিতে,
প্রকম্পিত হয়েছিলো দুর্নীতিবাজদের হৃদয়
তাইতো রেখেছিলো তোমায় কারাগারে।
তুমি শিখিয়েছো প্রতিবাদের ভাষায়
কলম কিভাবে কথা বলে,
তুমি সাম্যের কবি প্রিয় নজরুল
তুমি ছিলে প্রতিবাদের মূলে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.