
ধন্য ভালোবাসা
সেন্টু রঞ্জন চক্রবর্তী
কারে জানি খুঁজে খুঁজে হয়ে দিশেহারা
অতৃপ্ত বিরহী চঞ্চল মন মাতোয়ারা,
আজীবন বয়ে চলে ভাটি পথ পানে
বর্ষায় উত্তাল নদী কাহার সন্ধানে?
মেঘের গর্জন যতো বর্ষে না তেমন
তবুও আশায় থাকে চাতকি যেমন,
সাগর ডাকিয়া বলে আয় কাছে আয়
জলরাশি বুকে তবু তৃষিত তৃষ্ণায়।
জীবন এমনই তবে বাস্তবে প্রকাশ
আশা আর নিরাশায় কখনো হতাশ,
এতো কিছু আছে দেখি কোনো কিছু নাই
যাকে পাওয়ার নয় খুঁজেছি বৃথাই।
সকলি ফুরায় ক্রমে রয়ে যায় আশা
সাগরে বিলীন নদী ধন্য ভালোবাসা।
(আগরতলা ২৯/১১/২০২৪)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.