সুক্রিয়া দাস:
বুকের ভিতর কান্নাগুলো
করে চলেছে ধর্ষন,
আর কতদিন সইবো আমরা
নোনা অশ্রুর বর্ষন।
রাজনীতি এখন সর্বক্ষেত্রে,
বিষের জ্বালায় ধুঁকছে সমাজ,
স্কুল কলেজ ও বাদ পড়েনি,
কে করবে সওয়াল জবাব?
যেই সমাজে সয়তান শিক্ষিত,
শিক্ষালয়ের চোখে পট্টি,
সেই সমাজের উন্নতি কোথায়?
অসহায় নিরপরাধী পাচ্ছে শান্তি।
শিক্ষা যেখানে অবক্ষয়ের পথে,
অপরাধী গলায় কে পরাবে ফাঁস?
বিচার ব্যবস্থা আর ঘুমিয়ে থেকো না,
নিরাপত্তাহীন জীবন নিতে পাচ্ছে না কিছুতেই শ্বাস।
বন্ধ হোক অন্যায়,অরাজকতা,
বন্ধ হোক রেগিং,
বন্ধ হোক খুন,ধর্ষন,
বিচার ব্যবস্থা হোক গণতন্ত্রের অধীন।
অন্ধকারে ছেয়ে গেছে বর্তমান যুগ,
ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে নকল মানুষ,
অধর্মের করালগ্ৰাসে ধ্বংস কেবলই ধ্বংস,
সত্য এখন কারাগারে বন্দি--- কে ফেরাবে ধর্মের হুঁস?
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.