ধর্মে অধর্ম
শেখ মোমতাজুল করিম শিপলু
ভাঙো প্রাসাদ রাঙো হৃদয়
নামের মুসলমান,
প্রাণে আঘাত দিতে নিষেধ
লিপি আল্ কোরআন।
জোর জুলুমের দেয়না যে ঠাঁই
কোরআনে পাই দেখা,
মাজার মন্দির ভাঙতে আদেশ
বলো কোথায় লেখা?
প্রতিহিংসায় ইসলাম কভু
প্রতিষ্ঠিত হয়নি,
দুটি ধারা অব্যাহত
থেমে কেউতো রয়নি।
আজকের দিনে যে মুসলমান
বিরোধ করছে সৃষ্টি,
আদর্শ নয় নূর নবীজির
নয়তো ধর্মের কৃষ্টি।
সম্প্রীতি নাই যে ধর্মেতে
কার আক্বিদা দ্বীলে,
নবীর ধর্ম ধ্বংস করছে
নামের মুসলিম মিলে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.