ধর্ষিত নারী
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
প্রশ্নবিদ্ধ জাতি কলঙ্কিত দেশ
ধর্ষিত সমাজের নারী,
ধর্ষকের বিচারে ব্যর্থ আইন
আদালতে রয়েছে কালো পোশাক ধারী।
অর্থের কাছে মাথানত করে
ধর্ষকের পক্ষে করে লড়াই,
পেশাজীবী খুনি ওরা সমাজের দুশমন
বাঁচার অধিকার তাদের নাই।
আইনের মারপ্যাঁচে কালো টাকার কাছে
আদালতে নিলামে নারীর ইজ্জত,
ধর্ষকের আইনজীবী বেশ্যার মত
তাদের নির্মূলে চাই জনতার আদালত।
অন্তর চক্ষু তাদের হয়েছে কালো
পরনেও রয়েছে কালো পোশাক,
ধর্ষিত হত যদি তার পরিবার
তবেই বুঝতো তার আঘাত।
ধর্ষিত নারীর করুন আর্তনাদ
প্রশ্নবিদ্ধ বিচার বিভাগ,
স্তব্ধ হৃদয় হয়েছে ক্লান্ত
কোন ভাষায় করি তার প্রতিবাদ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.