মোঃ রায়হান, নওগাঁ
নওগাঁর মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ হাসান তরফদার শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ সদর থানা পুলিশ মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকার মাছের মোড় থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত সাঈদ হাসান তরফদার শাকিল নওগাঁ-৩ আসনের সাবেক এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিমের ভাগ্নে। তার বিরুদ্ধে এলাকায় টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, জমি দখল, বিরোধীদলীয় নেতা-কর্মীদের জেল-জুলুমসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত ঘটনায় সদর থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.