মো: রায়হান আলী, নওগাঁ
নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে জেলা জামায়াত সদর উপজেলা আমির মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করেছে। একইসঙ্গে তার উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা জামায়াতের জরুরি বৈঠকে তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপনের পর নৈতিক স্খলনের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব।
এর আগে (২৭ সেপ্টেম্বর) অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে সদর উপজেলার এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষক মোনায়েম হোসাইনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তোলা হয়।
জেলা জামায়াতের আমির খ.ম আব্দুর রাকিব জানান, অভিযোগ ওঠার পরপরই তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি অল্প সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, তদন্তে মাদরাসার অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টিও উঠে এসেছে। তবে তা সমাধানের দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এখন থেকে মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.