মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও হেরোইনসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রতন শেখ (৪২), পিতা: মৃত বয়েজ উদ্দিন শেখ। তিনি রানীনগর উপজেলার লোহাচূড়া শেখপাড়া গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে শহরের যমুনা হোটেলের সামনে মাদক বিক্রির সময় জনতার হাতে ধরা পড়ে রতন শেখ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন সহযোগী পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালিতলা পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার এএসআই শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে গাঁজা ৮ পুরিয়া ও হেরোইন ২৯ পুরিয়া উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন শেখ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল রতন শেখ। স্থানীয়রা রতন শেখকে গ্রেফতারে আনন্দিত। তবে পালিয়ে যাওয়া সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.