মো: রায়হান আলী, নওগাঁ
নওগাঁর রাণীনগরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাণীনগর উপজেলার সামাজিক সংগঠন রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন আরপিএ। বৃহস্পতিবার ১৪ আগষ্ট উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করে সামাজিক সংগঠন আরপিএ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নওশাদ হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা,কৃষি সম্প্রসারণ অফিসার,জেলা দুদক কর্মকর্তা,রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবু হাসান রকিসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় অতিথিদের গাছের চারা দিয়ে বরণ করে নেন আয়োজকরা। এ সময় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকেও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
পরে উপজেলার জিপিএ ৫ প্রাপ্ত ৭৮জন শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষায় বিভিন্ন সুনামধন্য কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শিক্ষার্থীদের মাঝে উৎসাহিত করতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
এ সময় আনন্দে মেতে ওঠেন উপজেলার কৃতি শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন,
আজকের কৃতি শিক্ষার্থীদের জিপিএ ৫ পাওয়ার পেছনে মা-বাবা আর শিক্ষকের অগ্রণী ভূমিকার ফল। এ সময় ফলাফল ভালো করতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় আরপিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির দেয়া বক্তব্যে রাণীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান বলেছেন, দরিদ্রতাকে হার মানাতে লেখাপড়ার বিকল্প নেই। এ সময় শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি পরিশ্রমী হওয়ার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম শিক্ষকদের দোষ না খুঁজে,সম্মান দিতে হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের সম্মান রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনযোগী হওয়ার তাগিদ দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নওশাদ হাসান।
এর আগে উপজেলার মিরাট ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করে ব্যাপক সাড়া ফেলেছিল সংগঠনটি। এভাবেই রাণীনগরে শিক্ষার্থী, শিক্ষক, রোগীসহ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন উপজেলার এই স্বেচ্ছাসেবী সংগঠন রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.