মোঃ রায়হান, ক্রাইম রিপোর্টার নওগাঁ:
নওগাঁর সাপাহারে তিলনা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার কবির বিদ্যুৎকে আনারস প্রতীককে পরাজিত করে নৌকা প্রার্থী আব্দুল মান্নানের বিজয় হয়েছে।
রোববার সকাল ৮ টা হতে সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়। পরে সন্ধ্যা ৬টার দিকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন আ'লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান(নৌকা) স্বতন্ত্র প্রার্থী খাদিজা বেগম (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী রায়হান কবির (ঘোড়া) স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার কবির বিদ্যুৎ (আনারস)। নৌকা প্রতীকে আব্দুল মান্নান ভোট পান ৬ হাজার ৮শ' ৯৬ ভোট। আনারস প্রতীক নিয়ে শাহরিয়ার বিদ্যুৎ পান ৪ হাজার ৬শ' ৮২ ভোট। ঘোড়া প্রতীক নিয়ে রায়হান কবির পান ১২ ভোট, খাদিজা বেগম মোটরসাইকেল প্রতীক নিয়ে পান ১৫ ভোট। আব্দুল মান্নান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার কবির বিদ্যুৎ কে ২ হাজার ২শ' ১৪ ভোটে পরাজিত করেন। মোট নয়টি কেন্দ্রে ভোট গ্রহন হয় ৬১ শতাংশ বলে জানান উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.