নড়াইলে ২ কেজি গাঁজা ও ১৮০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। ১৬ মার্চ দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি'র দিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম মাদক ব্যবসায়ি শিমুল শেখ(৩৬) কে মির্জাপুর থেকে গ্রেপ্তার করেছে। সে নড়াইল সদর থানাধীন মির্জাপুর গ্রামের মতলেব শেখের ছেলে। এ সময় তার নিকট থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও তার নিজ বসত ঘরের মেঝেতে অভিনব কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
পৃথক অপর একটি অভিযানে লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ৩০ পিস ইয়াবাসহ অত্র থানার কুমড়ী গ্রাম থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুদ খান(৩০) ও মুন্না খান(১৯) লোহাগড়া উপজেলার নোয়াগ্রামের বাসিন্দা।
সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.