ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসম ১৩০ টি মামলা প্রদান এবং ১৮১ টি যানবাহন আটক করেছে নড়াইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১১ মার্চ হতে ২৭ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ। এ সময় রেজিস্ট্রেশনবিহীন ৬৭টি ও কাগজপত্রবিহীন ৩৮টি মোটরসাইকেল এবং অবৈধ ৭২ টি যানবাহনসহ ০৪ টি ট্রাক আটক করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হেলমেট ব্যতীত মোটরসাইকেল ড্রাইভিং, বেপোরোয়া গাড়ি চালানো এবং রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়িসহ অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.